ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকার। অন্যদিকে, ব্যাট হাতে বর্তমান ক্রিকেটে আলো ছড়াচ্ছেন বিরাট কোহলি। এবার টেন্ডুলকারই জানালেন কোহলির কোন শট তাকে মুগ্ধ করে। বললেন, ‘বিরাট কোহলির কভার ড্রাইভের আমি ভক্ত।’
মাস্টার ব্লাস্টার বলেছেন, ‘আগেও বলেছি, আমি কারো সঙ্গে তুলনা টানতে ভালবাসি না। বিরাট যা যা করছে, দুর্দান্ত। ওর কভার ড্রাইভ! আমি তো মুগ্ধ ওর এই শটে। ওর খেলায় ভারসাম্য ব্যাপারটাও দুর্দান্ত। প্রত্যেক ব্যাটসম্যান এক, একটা শটের জন্য পরিচিত থাকে। কভার ড্রাইভের জন্য পরিচিত বিরাট।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ