শেষ কয়েকবছর ধরে ইডেনসহ ভারতের বেশ কয়েকটি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ঘণ্টা বাজানো রীতি হয়ে দাঁড়িয়েছে। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগেও সেই নিয়ম মানা হয়। দেশের বিভিন্ন মাঠে ম্যাচ শুরুর আগে এই ঘণ্টা বাজাতে হাজির থাকছেন অনেক প্রাক্তন খেলোয়াড় ও বিখ্যাত মানুষরা। এদিন সেই জন্যই উপস্থিত ছিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনিই এদিন ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করেন। আর তাতেই চটেছেন গম্ভীর।
নিজের টুইটার হ্যান্ডেলে গম্ভীর লিখেছেন, ‘এদিন ভারত জেতায় আনন্দ হয়েছে ঠিকই, কিন্তু সেই আনন্দকে ছাপিয়ে গিয়ে অন্য একটি ঘটনার কারণে লজ্জা হয়েছে বেশি। আর সেই লজ্জা বিসিসিআই ও সিএবির। এই দুই সংস্থা একদিকে ক্রিকেটে দূর্নীতি দূর করার কথা বলছে, অন্যদিকে বেটিংয়ের দায়ে অভিযুক্ত আজহারকে আমন্ত্রণ করে নিয়ে আসছে। এ কেমন বিচার? আমি খুব অবাক হয়েছি।
উল্লেখ্য, ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয় আজহারকে। এরপর দীর্ঘদিন আদালতে লড়াই করে, ২০১২ সালে অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। অন্ধ্র হাইকোর্ট আজহারকে খালাস করে। এর পরিপ্রেক্ষিতে আর শীর্ষ আদালতে আবেদন করেনি বিসিসিআই। স্বাভাবিক ভাবে যে কোন ক্রিকেট প্রশাসনিক বোর্ডেও আজহারের অংশগ্রহণের উপর থাকা নিষেধাজ্ঞাও উঠে যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ