স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের সংসারে মেরি! যার ডাকনাম চিসকা। বাড়ি মায়োরকায়-এইটুকু তথ্যই জানা যায় মারিয়া ফ্রান্সিসকা পেরেল্লো (সংক্ষেপে ডাকা হয় মেরি) সম্পর্কে। তিনি যে রাফায়েল নাদালের স্ত্রী হচ্ছেন তা জানা গেল এক টুইটারে।
টুইট করা হয়েছে, রোমে তাকে নাদাল বিয়ের প্রস্তাব দেওয়ার আট মাস পরে। তবে স্পেনের কাগজে ছাপা হয়েছে কয়েক দিনের মধ্যেই ভূমধ্যসাগরের কোন দ্বীপে পেরেল্লার সঙ্গে বিয়ে সেরে ফেলবেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
নাদাল নিজে বলেছেন, ''বিয়েটা সেরে ফেলতে চাই। পরিবার নিয়ে থাকতে চাই। আমাদের বাচ্চারা আপন খেয়ালে বেড়ে উঠবে। ছেলে-মেয়েরা যা ইচ্ছে করতে পারবে। কোন কিছু চাপিয়ে দেব না।''
তিরিশ বছরের মেরি বলেছিলেন, ‘‘প্রত্যেকের জীবনে নিজস্ব এজায়গা থাকা উচিত।’’
১৪ বছর ধরে নাদালের সঙ্গে সম্পর্ক। একটা সময়ে নাদালের সংস্থায় চাকরি নিয়েছিলেন মেরি।
বিডি প্রতিদিন/এ মজুমদার