ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে এবারও ব্যর্থ ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে তিন দিনেই ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল সফরকারীরা।
অ্যান্টিগুয়ায় মাত্র ১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার কার্লোস ব্র্যাথওয়েট (৫) ও জন ক্যাম্পবেলের (১১) অপরাজিত ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় উইন্ডিজদের।
এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৮৭ রানের জবাবে দ্বিতীয় দিন ৬ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৭২ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন আরও ৩৪ রান যোগ করে তারা অলআউট হয়। ৩৩ রানে অপরাজিত থাকা ড্যারেন ব্রাভো হাফসেঞ্চুরি করে (৫০) বিদায় নেন।
তবে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই কেমার রোচ ও জেসন হোল্ডারদের তোপে পড়ে। দলের কোনো ব্যাটসম্যানই ২৫ রানের ইনিংস খেলতে পারেননি। রোচ ও হোল্ডার ৪টি করে উইকেট ভাগ করে নেন। আলজারি জোসেফ ২টি উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ১৮৭ ও ১৩২
ওয়েস্ট ইন্ডিজ: ৩০৬ ও ১৭/০ (২.১ ওভার, লক্ষ্য ১৪)
বিডি প্রতিদিন/ ওয়াসিফ