ব্যাট হাতে তিনি ১০ বলে করেছিলেন ১২ রান। বোলিংও তিনি করেন না। তারপরও ম্যাচ সেরার পুরস্কার উঠল তার হাতেই। আসলে কখনও কখনও ব্যতিক্রমী কাণ্ড ঘটে। ডেভিড মিলারের মতো ক্রিকেটার শুধুমাত্র দুরন্ত ফিল্ডিং করেও ম্যাচের সেরা পুরস্কার পান।
টি-২০ ক্রিকেটে ফিল্ডিং একটা বড় ব্যাপার। এমনিতে ক্রিকেটের যে কোনো ফরম্যাটেই ফিল্ডিংয়ের উপর জোর দেয় যে কোনো দল। তবে টি-২০ ক্রিকেটে ফিল্ডিং একটা বড় বিষয়। এই ফরম্যাটে ম্যাচ জেতার জন্য ভাল বোলিং বা ভাল ফিল্ডিংয়ের মতো দুরন্ত ফিল্ডিংও সমান তালে প্রয়োজন। সেটাই যেন বোঝা গেল দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের প্রথম টি-২০ তে।
কেপটাউনে এদিন চারটি ক্যাচ ধরেন ডেভিড মিলার। তার সঙ্গে দুটি রানআউট করেন। যার জেরে ব্যাট হাতে রান না পেলেও মিলারকেই বেছে নেওয়া হল ম্যাচের সেরা হিসাবে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার টি-২০ সিরিজেও ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসি বলেন, "মিলার এমনিতেই ভাল অ্যাথলিট। তাই ওকে আমরা সব সময় মাঠের এমন পয়েন্টে দাঁড় করাই যেখানে বল বেশি যায়। ওই দুই রানআউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল।" আজ রবিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর