ক্যানবেরার মানুকা ওভালে আবারও ফিরে এল ফিল হিউজের স্মৃতি। গতকাল শনিবার প্যাট কামিন্সের বাউন্সার আছড়ে পড়ে শ্রীলঙ্কা ব্যাটসম্যান দিমুথ করুণারত্নের ঘাড়ের পিছনের দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঘটে এ ঘটনা।
আঘাত লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়ে যায় তার। ছুটে আসেন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারেরাও। প্রাথমিক চিকিৎসা শুরু করেন শ্রীলঙ্কা দলের ফিজিও। অবিলম্বে তাকে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন আম্পায়াররা। পরে অবশ্য স্বস্তির খবর শুনিয়েছেন শ্রীলঙ্কা দলের কোচ চন্দিকা হাতুরাসিংহ।
তিনি জানান, মাথার পিছন দিকে চোট লাগলেও করুণারত্নে সংজ্ঞা হারাননি। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। হাতুরাসিংহ বলেন, ‘‘শুরুতে আমরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। তবে দিমুথ পরে দুই আম্পায়ার এবং ফিজিওর সঙ্গে কথা বলেছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘ঘাড়ের পিছন দিকে বলের আঘাত লাগে। তাই ও বেসামাল হয়ে পড়ে। এখন ভয়ের কারণ নেই।’’
করুণারত্নের মাঠেই লুটিয়ে পড়ার দৃশ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়া শিবিরেও। শনিবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর দিমুথের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেন প্যাট কামিন্স। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘‘দিমুথ সুস্থ রয়েছে, এই খবরটাই আমার কাছে সবচেয়ে স্বস্তির।’’
অস্ট্রেলীয় এই পেসার আরও বলেছেন, ‘‘ওই ভাবে কোনো ব্যাটসম্যান মাঠে লুটিয়ে পড়ছে, সেই দৃশ্যটা কোনো সময়েই সুখকর নয়। কেউই সে ছবি দেখতে চান না। ইতিবাচক বিষয় হল, চোট সামলে ফিজিয়োর সঙ্গে ও কথা বলেছে। স্বাভাবিক ভাবেই মাঠ ছেড়েছে। দিমুথ দ্রুত সুস্থ হয়ে উঠুক, সেই প্রার্থনাই করি।’’
কামিন্স আরও বলেন, ‘‘সতীর্থ হোক বা অন্য দলের খেলোয়াড়, এমন ঘটনা হলে সব সময়েই তার মঙ্গল কামনা করব।’’ একই সুর শোনা গিয়েছে কার্টিস প্যাটারসনের গলাতেও। তিনি বলেছেন, ‘‘আমরা প্রত্যেকেই ওই ঘটনায় ভয় পেয়ে গিয়েছিলাম।’’
রাতে করুণারত্নে টুইট করেছেন, ‘‘ক্যানবেরা হাসপাতালের চিকিৎসক এবং শ্রীলঙ্কা দলের সাপোর্ট স্টাফের কাছে আমি কৃতজ্ঞ। দ্রুত মাঠে ফেরার লড়াইও শুরু করে দিতে চাই।’’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর