নেপিয়ার ও ক্রাইস্টচার্চে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। আজ ডানেডিনে হেরে ৩-০ তে হোয়াইটওয়াশও হয়ে গেল টাইগাররা। মাঠের ব্যর্থতায় র্যাঙ্কিংয়েও ৩ পয়েন্ট খুইয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
তবে পয়েন্ট হারালেও বাংলাদেশের অবস্থানের হেরফের হয়নি। ৯০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আগের মতো সপ্তম স্থানেই।
এদিকে, সিরিজ জিতে নিউজিল্যান্ড আবার তৃতীয় স্থানে উঠেছে। এর আগে ভারতের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে চতুর্থ স্থানে নেমে গিয়েছিল কিউইরা। দক্ষিণ আফ্রিকার সমান ১১১ পয়েন্ট ছিল নিউজিল্যান্ডের। তখন ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতে নিউজিল্যান্ডের পয়েন্ট বেড়ে হয়েছে ১১২। দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ১২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ