আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি।
শুক্রবার এক টুইট বার্তায় ফেলাইনি জানিয়েছেন, ‘সর্বোচ্চ পর্যায়ে ১২ বছর বেলজিয়ামের প্রতিনিধিত্ব করে আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার। আমি মনে করছি এটাই আমার অবসরের উপযুক্ত সময়। যাতে পরবর্তী প্রজন্ম বেলজিয়ামের ফুটবল ইতিহাসের যে সফলতার ধারা চলছে সেটা অব্যাহত রাখতে পারে। বেলজিয়ামের হয়ে আমার অনেক দারুণ দারুণ স্মৃতি রয়েছে। আমি অত্যন্ত গর্বিত যে বেলজিয়াম এখন ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে।’
জাতীয় দলের হয়ে ফেলাইনি ১২ বছর খেলেছেন। ৮৭ ম্যাচ খেলে ৩১ বছর বয়সী এই ফুটবলার ১৮ গোল করেছেন। দুটি বিশ্বকাপে খেলেছেন। গেল বছরও তিনি বেলজিয়ামের হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলেছেন এবং তাদের দল তৃতীয় হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ