দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঐতিহ্যবাহী কাবাডি লীগ-২০১৯ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেন মহিষকোঠা যুব সংঘ বনাম কাশিমপুর উদয়ন সমিতি। ব্যাপক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় মহিষকোঠা যুব সংঘ ৪৯ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়। আর কাশিমপুর উদয়ন সমিতি করে ২৯ পয়েন্ট।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও কাবাডি উপ কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান। তাকে সহযোগিতা করেন মো. মহসিন আলী, মো. সামসুল হক, প্রীতি রানী দাস, মো. হাবিবুর রহমান, ইমরান ও রাসেদুল ইসলাম মিন্টু। এতে অংশগ্রহণ করেছে ১৮ টি দল। প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে।
শনিবার দিনাজপুর স্পোর্টস ভিলেজে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে কাবাডি লীগ-২০১৯ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। এসময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিনাত আরা চৌধুরী মিলিসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারী দলগুলো হলো- মহিষকোঠা যুব সংঘ, কাশিমপুর উদয়ন সমিতি, দিনাজপুর কাবাডি একাডেমী, করঞ্জী বড়বাড়ী কাবাডি দল, দিনাজপুর জেলা কাবাডি রেফারী সমিতি, দিনাজপুর কাবাডি পরিষদ, দিনাজপুর কাবাডি কল্যাণ সংস্থা, কুশদাহ ক্রীড়া ও পাঠাগার সমিতি, নবাবগঞ্জ, কাশিমপুর উদমারী কাবাডি দল, মহরমপুর যুব সংঘ, ফুলতলা সমাজ উন্নয়ন ক্লাব, কাশিমপুর দারুস ছালাম দাখিল মাদ্রাসা, শশড়া হাজিপাড়া কাবাডি সমিতি, প্রত্যাশা সংঘ, বাজনাহার উত্তরণ ক্লাব, মহরমপুর শাপলা সমিতি, রসুলপুর মিলন ক্লাব ও কাশিমপুর ক্রীড়া উন্নয়ন সমিতি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর