ক্যারিয়ারের প্রথম গোল। তাও সেটা বদলী নেমে। ম্যাচের ফলাফল নির্ধারক একমাত্র গোল। যে গোলে ভর করে কম্বোডিয়ার মাটিতেই কম্বোডিয়াকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘ দশ বছর পর কম্বোডিয়ার বিরুদ্ধে খেলতে নেমে তাদের মাটিতেই হারিয়েছে লাল-সবুজের দল। শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের কথা বললেন ম্যাচ জয়ের নায়ক রবিউল হোসেন।
‘প্রথম গোলের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নিজের ক্যারিয়ারে প্রথম গোল তাও সেটা আবার দলের জয়সূচক, উফ ভাবা যাচ্ছে না! এভাবেই নিজের অভিব্যক্তি জানালেন রবিউল। গোলের পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতেও ভুল করেননি রবিউল।
কম্বোডিয়ার নমপেনে অলিম্পিক স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। রবিউলের ৮৩ মিনিটের একমাত্র গোলে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে জেমি ডের শিষ্যরা। এর মধ্যে দিয়ে ৫ মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবল খেললো বাংলাদেশ দল।
বিডি প্রতিদিন/০৯ মার্চ ২০১৯/আরাফাত