নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। এদিন প্রথমেই বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম ব্যাট করতে মাঠে নামে।
তামিম ইকবাল ও সাদমান ইসলাম উদ্বোধনী জুটি মিলে ৭৫ রান সংগ্রহ করে। সাদমান ব্যক্তিগত ২৭ রান করে গ্রান্ডহোম’র বলে আউট হলেও তামিম টেস্ট ক্যারিয়ারে ২৭তম অর্ধশতক তুলে নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার