নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। এদিন প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ।
তৃতীয় দিনে বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও সাদমান ইসলাম উদ্বোধনী জুটি মিলে ৭৫ রান সংগ্রহ করে। সাদমান ব্যক্তিগত ২৭ রান করে গ্রান্ডহোম’র বলে আউট হলেও তামিম টেস্ট ক্যারিয়ারে ২৭তম অর্ধশতক তুলে নেন। এরপর দলীয় শতক পেরুনোর পর আরো দুটি উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক ব্যক্তিগত ১৫ রানে ওয়াগনারের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন। একই বোলারের বলে কিউই উইকেট রক্ষক ওয়াটলিংয়ের হাতে তালুবন্দি হয়ে মাত্র তিন রান করেই সাজঘরে ফেরেন মোহাম্মদ মিথুন।
বিডি প্রতিদিন/এ মজুমদার