আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে থাকতে না পারার কথা জানিয়েছেন ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মার্ক রামপ্রকাশ। শুক্রবার টুইট বার্তায় চাকরি হারানের কথা নিশ্চিত করেন তিনি।
টুইটারে রামপ্রকাশ লিখেছেন, ‘আমি মাত্র জানতে পারলাম, আসন্ন অ্যাশেজ সিরিজে থাকছি না। গত পাঁচ বছর ধরে দলের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য দারুণ সম্মানের ছিল। কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে চাই আমি।’
রামপ্রকাশ এই টুইট করার পরে ইসিবিও তাদের আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, যেখানে তারা লিখেছে, ‘আমরা কয়েক সপ্তাহ পরের অ্যাশেজের জন্য কোচিং সেট আপ চূড়ান্ত করে ফেলেছি। অ্যাশেজের কোচিং সেট আপে মার্ক রামপ্রকাশ থাকছেন না।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে হারের পর তোপের মুখে পড়েন রামপ্রকাশ। সমালোচকরা মনে করছেন, তারই ফলশ্রুতিতে চাকরি হারাতে হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন এ ব্যাটসম্যানকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ