দিনাজপুর জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেন মৈত্রী সংঘ ও পাঠাগার বনাম ঈদগাহবস্তীর আইসিসি।
নির্ধারিত খেলায় প্রথম ব্যাট করে মৈত্রী সংঘ ও পাঠাগার সংগ্রহ করে ১৫৪ রান। ওই দলের জাকির সর্বোচ্চ ৬১ রান করেন। এর বিপরীতে ঈদগাহবস্তী আইসিসি দল ৭৮ রানেই অলআউট হয়। এদের মধ্যে বিধান সর্বোচ্চ ২০ রান করেন। ফলে ৭৫ রানে ঈদগাহবস্তী আইসিসি দলকে হারিয়ে বিজয়ী হয় মৈত্রী সংঘ ও পাঠাগার দল।
রবিবার সকাল সাড়ে ৮টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেলুন ফেস্টুন উড়িয়ে এই ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু।
আয়োজকরা জানান, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে (ক, খ, গ ও ঘ) চারটি গ্রুপে ১৬টি দল অংশ নেয়। প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকবৃন্দ। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের অংশগ্রহণকারী দলগুলো হলো, ক গ্রুপে বালুবাড়ী নবারুণ ক্রীড়া চক্র, মৈত্রী সংঘ ও পাঠাগার, আইসিসিও অফিস পাড়া ক্রীড়া চক্র। খ গ্রুপে কাহারোল ইয়াং স্টার ক্রিকেট ক্লাব, পাটুয়াপাড়া জাগরণী ক্লাব, কসবা ক্রিকেট ক্লাব ও দিনাজপুর ক্রিকেট ক্লিনিক। গ গ্রুপ প্রজন্ম ক্রিকেট কোচিং, আদর্শ মহাবিদ্যালয়, বালুবাড়ী নবারুণ সংঘ, হাকিমপুর নবারুণ সংঘ ও পাঠাগার। ঘ গ্রুপে নিমনগর স্পোর্টিং ক্লাব, মুন্সিপাড়া ব্রাদার্স ইউনিয়ন, ক্ষেত্রিপাড়া আরসিসি ও বীরগঞ্জ স্পোর্টস এসোসিয়েশন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
খেলার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন তাপস মজুমদার। আম্পায়ার ছিলেন সৈয়দ ইসমাইল হোসেন ও ইমাম হোসেন। স্কোরার ছিলেন নওশাদ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম