শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে জয় পেয়েছে দক্ষিন আফ্রিকা। এ জয়ের মাধ্যমে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৩১ রান করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২১ রান করে শ্রীলঙ্কা। যার ফলে লঙ্কানদের বিপক্ষে বৃষ্টি আইনে ৭১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
কিংসমিডে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে হ্যান্ডরিক্সের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১২১ রানের সময় ব্যক্তিগত ৩৬ রানে আউট হন ডুপ্লেসিস। এরপর ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নেন কুইন্টন ডি কক। দলীয় ১৮৭ রানে আউট হন ডি কক। ১৬টি চার ও দু’টি ছয়ের সাহায্যে ১২১ রান করেন তিনি।
৫০ রান করে আউট হন ডুসেন। এরপর মিলার ৪১, প্রিটোরিয়াস ৩১ ও শেষ দিকে ফ্যালুকায়ো ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেললে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
৩৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানেই দুই ওপেনারের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ওশাদা ফার্নান্দো ও কুসল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছিল শ্রীলঙ্কা। ইনিংস পুনর্গঠনের কাজ শেষ হওয়ার আগেই তাদের থামায় বৃষ্টি। এরপর খেলা শুরু হলে সফরকারীরা পায় প্রায় অসম্ভব এক লক্ষ্য, যার ধারে কাছেও যেতে পারেনি লঙ্কানরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর