বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। রবিবার দিনগত রাতে শেষ টি-টোয়েন্টিতে ৭১ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের তালিকায় ১৪ নম্বরে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এ ম্যাচে ৮ উইকেটের জয় তুলে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
এদিন ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলার ডেভিড উইলির বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেই চাপ আর সামাল দিতে পারেনি ক্যারিবীয়রা। ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৬ রানে ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত ৭১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সর্বনিম্ন দলীয় সংগ্রহে যৌথভাবে ১৪তম অবস্থানে রয়েছে কারিবীয়দের এ ইনিংসটি।
অন্যদিকে, ৭২ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ব্যক্তিগত ৩১ রানে বিদায় নেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো। স্কোর বোর্ডে রান তখন ৬০। এরপর এউইন মরগান ও জো রুট দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ