শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল পেরেরার হ্যামস্ট্রিংয়ের ইরজুরিতে পড়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে তার। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
পেরেরার বদলি হিসেবে কাউকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হচ্ছে না বলেও জানায় বোর্ড।
রবিবার ডারবানে তৃতীয় ওয়ানডেতে চেট পান পেরেরা। মিড অনে ফিল্ডিংয়ের সময় সপ্তম ওভারে ফাফ ডু প্লেসির একটি শটে ডাইভ দিতে গিয়ে বাজেভাবে পড়ে যান তিনি। মাঠ ছাড়েন খুব দ্রতই। পরে আর ফিল্ডিংয়ে নামেননি, নামেননি ব্যাটিংয়েও।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ওয়ানডেতে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা। বুধবার পোর্ট এলিজাবেথে হবে চতুর্থ ওয়ানডে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ