নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চার দিন লড়াই করে ইনিংস ও ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্টে হারের ব্যবধান ইনিংস ও ১২ রানে। বলাই যায়, স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারছে না টাইগাররা। আর কিউইদের এমন দুর্দান্ত সময়ে ইনজুরিতে পড়লেন দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। কাঁধের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় উইলিয়ামসন চোটটা পেয়েছেন। পরে মঙ্গলবার এমআরআই করানোর পর তার কাঁধের মাংসপেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার' ধরা পড়ে। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, উইলিয়ামসন ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যাবেন। শেষ টেস্টের আগে তাকে আরও পর্যবেক্ষণ করা হবে।
স্টিড বলেছেন, ‘উইলিয়ামসন অবশ্যই শেষ টেস্ট খেলতে আগ্রহী। তবে আমাদের নিরাপদ পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে সামনেই বিশ্বকাপ আছে।’
শেষ পর্যন্ত উইলিয়ামসন খেলতে না পারলে ক্রাইস্টচার্চে উইল ইয়াংয়ের অভিষেক হবে বলেও জানান নিউজিল্যান্ড কোচ।
আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে শেষ টেস্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ