চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ অগ্নিপরীক্ষা মুখোমুখি হতে যাচ্ছে জুভেন্টাস। প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলের হারের পর আজ ফিরতি লেগেমোঠে নামছে রোনালদোর দল।
তবে প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না অ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, ‘জুভেন্টাস খুব শক্তিশালী দল। প্রতিটা পজিশনে তাদের শীর্ষ খেলোয়াড় আছে। আমাদের মাথা ঠাণ্ডা রাখতে হবে।’
অন্যদিকে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়াগো অ্যালেগ্রি মনে করেন, প্রথম লেগে তার দল কিছুটা ঝিমিয়ে পড়েছিল। ফিরতি লেগে তিনি শিষ্যদের থেকে সেরাটা চান। তিনি বলেন, ‘প্রথম লেগে প্রথমার্ধটা আমাদের ভালো ছিল। কিন্তু এরপর ভুলটা হয়েছে, ওরা যখন ক্রসবারে আঘাত করল; আমরা ভেবেছি বিপদ কেটে গেছে। মাঠে গিয়ে আমাদের আগ্রাসী হতে হবে।’
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ