সম্প্রচার ব্যয় নিয়ে সমঝোতা না হওয়ায় আফগানিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর বাতিল করা হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) পক্ষ থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
জিম্বাবুয়ে সফরে আফগানিস্তান দলের পাঁচ ওয়ানডে সিরিজটি আগামী মাসে হওয়ার কথা ছিল।
ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতি হিসেবে হারারেতে এ সিরিজটি আয়োজনে জেডসিকে অনুরোধ করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
জেডসি’র এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় বোর্ড সিরিজ এবং টেলিভিশনে সরাসরি প্রচারের খরচ বহন করতে সম্মত হয়েছিল। কিন্তু এসিবি নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে আসায় দুর্ভাগ্যজনকভাবে প্রস্তাবিত সিরিজটি বাতিল করা হয়েছে।’
আগামী ১ জুন ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে আফগানিস্তান দলের।
এ বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম