Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ মার্চ, ২০১৯ ১৩:৩৫
আপডেট : ২৫ মার্চ, ২০১৯ ১৩:৫২

আউট নাকি নট-আউট! কী বলছে আইসিসি?

অনলাইন ডেস্ক

আউট নাকি নট-আউট! কী বলছে আইসিসি?
সংগৃহীত ছবি

ক্রিকেট মানেই নিয়ম, যুক্তি-তর্ক। এখানে এমন কিছু নিয়ম আছে যা অনেকের কাছেই অজানা। এমনকী খেলোয়াড়ের কাছেও অজানা থেকে যায় কিছু নিয়ম। যেমন, মিডল-স্টাম্প পড়ে গেল, কিন্তু বেলস পড়েনি! এটি আউট, নাকি নট-আউট?

সম্প্রতি এমনই একটি মজার ছবি পেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে এক সমর্থক জানতে চেয়েছেন এটিকে কী ধরা হবে।

ব্যাপারটি পরিষ্কার করতে সংস্থাটির আইনের ২৯.১.১ ধারা তুলে ধরেছে আইসিসি। এই ধারায় বলা আছে, উইকেট যদি পড়ে যায়, সেই সঙ্গে স্টাম্পের ওপর থেকে বেল সরে যায়, অথবা স্টাম্প মাটিতে পড়ে গেল, আর বেল স্থির রইলো, তবে সেই ব্যাটসম্যান আউট।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য