দুর্দান্ত সময় পার করছে দক্ষিণ আফিকা। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে তারা। আর টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কারও পেলেন প্রোটিয়া ব্যাটসম্যান রিজা হেনড্রিকস। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিনি ২৬ ধাপ এগিয়েছেন।
রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ী সিরিজে ১৩৯ রান করেন হেনড্রিকস। এর মধ্যে আছে দুটি হাফ সেঞ্চুরি। সোমবার আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে তিনি ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে আছেন।
দক্ষিণ আফ্রিকার অন্য ব্যাটসম্যানদের মধ্যে জেপি ডুমিনি সিরিজে ৭৬ রান করে ৭ ধাপ এগিয়ে ৩২তম, ফন ডার ডুসেন ৯৮ রান করে ৩৩ ধাপ এগিয়ে ৪১তম স্থানে আছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফিকোয়াও ১৪ ধাপ এগিয়ে দশম, ক্রিস মরিস ২ ধাপ এগিয়ে ১৮তম, তাবরাইজ শামসি ৪১ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে আছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ