ওয়েস্ট ইন্ডিজের তারকা আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু’টি ম্যাচেই সেরা হিসেবে ২টি গাড়ি পেয়েছেন তিনি। তাই রাসেল বলছেন, ‘যা অবস্থা দেখছি এবার মনে হয়, গাড়ির গ্যারাজটা বড় করতে হবে। প্রথম দু’ম্যাচেই দু’টি গাড়ি। আরও ম্যাচ তো বাকী আছেই। ছেলেরা খুবই ভালো খেলেছে। জয় নিয়ে ফিরতে পেরে ভালো লাগছে।’
রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে বুধবার রাতে এবারের আসরের ষষ্ঠ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা ২৮ রানে হারায় কিংস ইলেভেন পাঞ্জাবকে। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে নো-বলে জীবন পেয়ে ৩টি চার ও ৫টি ছক্কায় ১৭ বলে ৪৮ রান করেন রাসেল। পরে বল হাতে ২ উইকেটও নেন রাসেল। এর মধ্যে তারই স্বদেশী ক্রিস গেইলের উইকেটটিও ছিল।
গেইলের উইকেট শিকারের ব্যাপারে রাসেল বলেন, ‘গেইল আমার দাদার মতো। কিংবদন্তি ব্যাটসম্যানকে প্রথম ছয় ওভারে আউট করার তৃপ্তি অসাধারণ। আমাদের পরিকল্পনাই ছিল যত কম রানের মধ্যে গেইলকে থামানো। কিন্তু ব্যাটিংয়ে আমি তার থেকেও বেশি ছক্কা মেরেছি। তবুও আমার থেকে বেশি বড় শট নেওয়ার ক্ষমতা রয়েছে গেইলের।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম