পাকিস্তানের হয়ে একমাত্র বিশ্বকাপটি জিতেছিলেন ইমরান খান। সাবেক এ তারকা ক্রিকেটার এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রাষ্ট্রনায়ক হিসেবেও তিনি চান, পাকিস্তান বিশ্ব ক্রিকেটে তার পুরনো মর্যাদা ফিরে পাক। টেস্ট ও ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তান দল এখন তলানির দিকে। এদিকে কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। পাকিস্তানের সাম্প্রতিক পারফর্মেন্সে বেশ উদ্বিগ্ন তিনি। এ বিষয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকও করেছেন।
ক্রিকেটের উন্নতিতে পিসিবির পদক্ষেপে সন্তুষ্ট নন ইমরান। প্রধানমন্ত্রীর বাড়িতে আয়োজিত বৈঠকে দেশীয় ক্রিকেটের বিষয়ে পিসিবির প্রস্তাবিত মডেলও প্রত্যাখান করেছেন তিনি। বৈঠকে পিসিবির এক কর্মকর্তা পাকিস্তানি ক্রিকেট নিয়ে ব্রিফ করা শুরু করেছিলেন। হেসে ইমরান খান মনে করিয়ে দিয়েছেন, ৪০ বছর ধরে ক্রিকেট খেলেছেন তিনি। তাকে ক্রিকেটের বিষয়ে নতুন করে ব্রিফিংয়ের দরকার নেই। পিসিবি কী পরিকল্পনা করছে সেটিই শুনতে চান তিনি।
ইমরান খান পিসিবিকে নিজেদের স্বার্থ একপাশে সরিয়ে রেখে পাকিস্তানের ক্রিকেটের কীভাবে উন্নতি করা যায় সে বিষয়ে মনোযোগ দিতে বলেছেন। সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা