আইপিএলে ফর্মের তুঙ্গে রয়েছেন গেইল। ফর্মে তুঙ্গে থাকা গেইলের নামের পাশে কোন রেকর্ডই বেমানান নয়। সবই যেন তার জন্যই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ ছক্কার মালিক এখন এই ক্যারিবীয় ব্যাটিং দানব।
আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডেতে দ্বিতীয় আর টি-টোয়েন্টিতে প্রথম স্থানেই আছেন গেইল। আইপিএলের চলতি মৌসুমে আজ পাঞ্জাবের নিজেদের মাঠ মোহালিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মুখোমুখি হয়।
এই ম্যাচে খেলার আগেও আইপিএলের সর্বোচ্চ ছয়ের মালিক ছিলেন গেইল। তবে আজ ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন ইউনিভার্স বস খ্যাত গেইল।
আইপিএলে ছয়ের হিসেবে অন্য যারা তালিকায় আছেন তাদের চেয়ে অনেক এগিয়ে গেইল। গেইলের পর দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার ছয়ের সংখ্যা ১৯২টি।
তৃতীয় স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার ঝুলিতে আছে ১৮৭টি ছয়। চতুর্থ স্থানে আছেন ১৮৬টি ছয় নিয়ে সুরেশ রায়না।
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আছেন পঞ্চম স্থানে। রোহিতের ছয়ের সংখ্যা ১৮৫টি। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গেইলের ব্যাট জ্বলে উঠতে না পারলেও দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ফেরেন তিনি। চলতি আইপিএলের আসরেও আছেন দারুণ ফর্মে।
দলের হয়ে দুই ম্যাচ খেলে করেছেন ১১৯ রান। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচসেরা। রাজস্থানের বিপক্ষে ওই অর্ধশতকের কল্যাণে।
আইপিএলে দ্রুততম সময়ে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ডেভিড ওয়ার্নারের রেকর্ডও ভেঙেছেন এই ব্যাটিং দানব।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৯/আরাফাত