ঘুরল না বেঙ্গালুরুের ভাগ্যের চাকা। হায়দরাবাদে কাছে ১১৮ রানের বড় ব্যবধানে হারল বিরাট কোহলিরা।
হায়দরাবাদের করা ২৩২ রান তাড়া করতে নেমে কার্যত ঝড়ের মতো ভেঙে গেল বিরাটদের ব্যাটিং।
শুরু থেকেই উইকেট হারিয়ে নিজেদের চাপে ফেলে দেয় বেঙ্গালুরু। প্রাথমিক ধাক্কাই আর কাটিয়ে উঠতে পারল না তারা।
রবিবার বিকালে মুখোমুখি হয় দক্ষিণ ভারতের দুটি দল। এ মৌসুমে ইতিমধ্যেই প্রথম জয় পেয়েছে হায়দরাবাদ। আর বেঙ্গালুরু এখনও ম্যাচ জিততে পারেনি। সেদিক থেকে দেখলে টিম কোহলির মধ্যে যে বিরাট তাগিদ ছিল তা বলাই যায়।
প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে দারুণ শুরু করে হায়দরাবাদ। ঘরের মাঠে শুরু থেকেই বিস্ফোরক মেজাজে দেখা দেন দুই ওপেনার। প্রথম দশ ওভারেই রান একশো ছড়িয়ে যায়। বেঙ্গালুরুর বোলিংকে গুড়িয়ে দিয়ে রানের পাহাড়ে পৌঁছে হায়দারাবাদ।
গত ম্যাচে সঞ্জু স্যামসংয়ের শতরান গোটা টিমকে বাড়তি ভরসা দিয়েছে। অধিনায়ক থেকে শুরু করে গোটা টিমই কোহলিদের হারাতে আত্মবিশ্বাসী। শতরান করে প্যাভিলিয়নে ফেরেন জনি বেয়ারস্টো। ১৭তম ওভারে পড়ে প্রথম উইকেট। তাকে ফেরালেন চাহল। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের ৫৫ বলে অপরাজিত ১০০। ফলস্বরূপ দ্বাদশ আইপিএলের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পাহাড়সম রানের বোঝা চাপিয়ে দিল বেঙ্গালুরু।
দুই ওপেনারের ১৮৫ রানের পার্টনারশিপে ভর করে চলতি আইপিএলে সর্বোচ্চ ২৩১ রানের স্কোর দাঁড় করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পদে কোহলিরা। শেষ পর্যন্ত ১১৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে কোহলিরা।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৯/আরাফাত