রাসেলের ব্যাটিং তাণ্ডবে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুর বিপক্ষে ২০৬ রানের পাহাড়সম টার্গেট তাড়া করে ৫ উইকেটের জয় পায় কলকাতা। দলের হয়ে অবিশ্বাস্য ইনিংস খেলেন রাসেল। মাত্র ১৩ বল খেলে ৪৮ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
প্রত্যাশার চেয়েও ভালো ব্যাটিং করা রাসেল প্রসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান টু্ইট বার্তায় বলেন, রাসেল হলো সত্যিকারের চ্যাম্পিয়ন। সে যানে, কি করে ম্যাচ জিততে হয়। তার ব্যাটিংয়ে আমি মুগ্ধ। সে সত্যিকারের একজন ‘মাসালম্যান’।
চলতি আইপিএলের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডারের ব্যাটিং ঝড়ে অবিশ্বাস্য জয় পায় শাহরুখ খানের দলটি।
বিডি প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৯/আরাফাত