আইপিএলে সর্বোচ্চ রানের মালিক তিনি। সেই বিরাট কোহলি আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড গড়ে ফেললেন। যা মোটেই কোহলি সুলভ নয়। চলতি আইপিএলে টানা পঞ্চম ম্যাচ হেরে গেল আরসিবি। প্লে-অফের রাস্তা বড় কঠিন হয়ে গেছে। ৪৯ বলে ৮৪ রান করলেও বিরাটের দল জিততে পারেনি।
টি-২০ ক্রিকেটে বিরাট দ্বিতীয় ক্রিকেটার, যার ৮০০০ রান রয়েছে। আইপিএলে ১৬৮ ম্যাচে ৫১১০ রান। টপকে গেছেন সুরেশ রায়নাকে। কিন্তু আইপিএলের ১২ বছরের ইতিহাসে বিরাট ৮৬ ম্যাচ হেরে বসে আছেন। শুক্রবার তো রাসেল ঝড়ে আরসিবি পুরো ধ্বংস হয়ে গেছে।
ম্যাচ শেষে ভয়ানক বিরক্ত বিরাট বলে দিয়েছেন, ‘শেষ চার ওভারে আমাদের বোলাররা যেভাবে রান দিয়েছে। তা মানা যায় না। আমরা চাপের মুখে ম্যাচ বের করতে পারছি না। বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে রান দিচ্ছি। ব্যাট হাতে সঠিক সময়ে রান বাড়াতে পারছি না। তাও আমি আর এবিডি আর কিছুক্ষণ থাকলে হয়ত ২২৫-২৩০ উঠত। শেষের দিকে রান কিছু কম হয়ে গেল।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর