এবারের আইপিএলে প্রায় অসম্ভবকে সম্ভব করে চলেছেন ক্যারিবিয়ান বিগহিটার আন্দ্রে রাসেল। একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন কেকেআর'র হয়ে। গত শুক্রবারই বিরাটদের মুখের গ্রাস একাই কেড়ে নিয়েছেন রাসেল। ১৩ বলে ৪৮ রানের ইনিংস খেলে আরসিবি' দেওয়া ২০৫ রানের টার্গেট অনায়াসেই পার করে দেন তিনি।
এদিন ৭ টি ওভার বাউন্ডারি আর একটি বাউন্ডারি মারেন আন্দ্রে রাসেল। 'অতিমানবীয়' ইনিংসে খেলে রাসেল বলেন, "অস্ট্রেলিয়ার কয়েকটি স্টেডিয়ামে জোরে হিট করেও আমি অবাক হয়েছিলাম। তখন থেকে আমি অনুমান করতে শুরু করি যে কোনো মাঠই আমার জন্য যথেষ্ট বড় নয়। আমি কেবল আমার শক্তিতে বিশ্বাস করি। আমার ব্যাটেও অনেক গতি আছে। আমি সেটাও বিশ্বাস করি।"
সেই সঙ্গে রাসেল আরও বলেন যে, "টি-টোয়েন্টি ক্রিকেটের ধরণটাই এমন। মাত্র এক ওভারেই সব বদলে যেতে পারে। সেই কারণেই আমি আশা ছাড়ি না। আমার একটা অংশ বলছে, যে রান দরকার তা অনেক। কিন্তু তবুও আমি লড়াই চালিয়ে গেলাম এবং দেখলাম আমরা পাঁচ বল বাকি থাকতে জিতে গেলাম।"
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর