আলজারি জোসেফ। আইপিএলে অভিষেকে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন বিপক্ষ শিবিরে। ৩.৪ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট। এমন অভিষেক তিনি নেজেও কী ভেবেছিলেন?
ওয়েস্ট ইন্ডিজের ২২ বছরের এই পেসার জানান, ‘না, ভাবিনি। সবটাই তো অবিশ্বাস্য লাগছে। এর থেকে ভাল কিছু হতেই পারত না। হাতে কত রানের পুঁজি সেটা বড় ব্যাপার নয়। আসলে প্রথম বল থেকেই বোঝা যায়, পিচ কেমন। ফলে সেই অনুযায়ী বলে বৈচিত্র্য আনা যায়।’
শনিবার অভিষেক হচ্ছে তার, জানার পর কী ভেবেছিলেন? কোনো কি পরিকল্পনা ছিল? আলজারি জানান, ‘মাঠে নামার জন্য ছটফট করছিলাম। মনে মনে নিজেকে বলেছিলাম, সবটুকু উজাড় করে দেব দলের জন্য।’
মালিঙ্গার পরিবর্তে মুম্বইয়ের জার্সিতে এদিন মাঠে নেমেছিলেন। নেমেই বিস্ফোরণ ঘটালেন। আলজারির কথায়, ‘শুধুই উইকেট নেব, এটা আমার লক্ষ্য নয়। বরং চাই, আমি উইকেট নিয়ে দলের জন্য জয় ছিনিয়ে আনতে। আরও একটা কথা বলতে চাই। জনপ্রিয়তা বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠাও আমার একমাত্র উদ্দেশ্য নয়। তবে আকর্ষণের কেন্দ্রে থাকতে সবার ভাল লাগে। আমারও লাগে। তবে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ট্রফিটা জিততে চাই।’
ওয়াংখেড়ের পিচ নিয়ে কী বলবেন? আলজারির মতে, ‘এখানকার পিচে ১৩৬ রান খারাপ কিছু নয়, আমরা জানতাম। যদি শুরুতে কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তা হলে লড়াই করা সম্ভব তখনই মনে হয়েছিল।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর