মন্টেরে ওপেনের শিরোপা জিতলেন গারবিন মুগুরুজা। ফাইনালে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে ৬-১ ও ৩-১ গেমের জয় পান তিনি।
তিন বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠার কৃতিত্ব দেখিয়েছিলেন আজারেঙ্কা। তবে অপ্রত্যাশিত চোটে ফাইনালে প্রত্যাহার করে নেন নিজেকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুগুরুজার কাছে প্রথম সেট হেরে শুরু করেন আজারেঙ্কা। যেখানে ৬-১ গেমে হারার পরই চোট অনুভব করায় মেডিকেল টাইম আউট নেন এই বেলারুশিয়ান। এরপর দ্বিতীয় সেটে ৩-১ এ পিছিয়ে থাকার পর, ডান হাতে ব্যথার জন্য আর খেলতে পারেননি আজারেঙ্কা। ফলে শিরোপা জিতে নেন ২৫ বছর বয়সী মুগুরুজা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম