সম্প্রতি ইংলিশ ফুটবলে বর্ণবাদী বৈষম্য ও মন্তব্য মহামারী হয়ে দেখা দিয়েছে। গত ডিসেম্বর থেকেই এর প্রকোপ আরও বেড়েছে। কখনো খেলার মাঠে, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একের পর এক বর্ণবাদের শিকার হয়েই চলেছেন ইংল্যান্ডের পেশাদার ফুটবলাররা।
তাই এর প্রতিবাদ স্বরূপ ইংল্যান্ড ও ওয়েলসের পেশাদার ফুটবলাররা ২৪ ঘণ্টার সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার পুরো ২৪ ঘণ্টা তারা ফেসবুক-টুইটারসহ কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না।
বিডি প্রতিদিন/কালাম