২৫ এপ্রিল, ২০১৯ ২২:২৭

ইনজুরির কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্টেইন

অনলাইন ডেস্ক

ইনজুরির কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্টেইন

ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার ডেল স্টেইন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাত্র দুই ম্যাচ খেলার পরই কাঁধে ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন তিনি।

নাথান কালটার নাইলের বদলি হিসেবে গত সপ্তাহেই ব্যঙ্গালুরুতে যোগ দেন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাওয়া স্টেইন।

ইনজুরির কারণে বুধবার রাতে কিংস একাদশ পাঞ্জাবের বিপক্ষে খেলতে পারেননি ৩৫ বছর বয়সী স্টেইন। ‘কাঁধে সমস্যার’ কারণে এ ম্যাচে খেলতে পারেননি বলে জানিয়েছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।

ব্যাঙ্গালুরু চেয়ারম্যান সঞ্জীব চুরিওয়ালা এক বিবৃতিতে জানান‘কাঁধের ব্যথা বেড়ে যাওয়ায় তার যথেষ্ঠ বিশ্রাম’ দরকার। তিনি বলেন,‘ চলতি আইপিএলে স্টেইনকে আর পাওযা যাবেনা। দল তার অনুপুস্থিতি অনুভব করবে। আমি তার দ্রুত আরোগ্য ও সুন্দর ভবিষ্যত কামনা করছি।’
ব্যাঙ্গালুরুর হয়ে দুই ম্যাচে চার উইকেট শিকার করেছেন স্টেইন এবং দুই ম্যাচেই তার দল জয় পেয়েছে।

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়ার পর দক্ষিণ আফ্রিকা দলের হয়ে স্টেইন এ পর্যন্ত ৯৩ টেস্ট এবং ১২৫টি ওয়ানডে খেলেছেন।
আগামী মাসে ইংল্যান্ডে শুরু হওয়া দ্বাদশ বিশ্বকাপে কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডিকে নিয়ে স্টেইন দক্ষিণ আফ্রিকা পেস আক্রমনের নেতৃত্ব দেবেন বলে ধারনা করা হচ্ছে।

লন্ডনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর