ক্রিকেট মাঠে প্লাস্টিকের পিচ চালু করতে যাচ্ছে ইংল্যান্ড। আসন্ন মৌসুমে দেশটির ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলা হবে কৃত্রিম প্লাস্টিকের পিচে।
ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, আসন্ন মৌসুমে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ প্লাস্টিকের পিচে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
কৃত্রিম পিচে খেলার যুক্তি হিসেবে ইসিবি বলছে, এর ফলে একই মাঠে অনেকগুলো ম্যাচ খেলা যাবে। যা গ্রাউন্ডম্যানদের বাড়তি সুবিধা দেবে।
ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিশ্বকাপ, অ্যাশেজ ও অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায়ও প্লাস্টিকের পিচ ব্যবহারের চিন্তাভবনা করছে ইসিবি।
মিডলসেক্স, সারের মতো কাউন্টি দলগুলো তাদের মাঠে প্লাস্টিকের পিচ স্থাপন করেছে। আরো ১০টি কাউন্টি দল তাদের মাঠে হাইব্রিড স্ট্রিপ স্থাপন করেছে।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৯/আরাফাত