এবার মাঠে বাইরে থেকেও নিষেধাজ্ঞার কবলে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমের শুরুতেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
মাঠের বাইরে বসে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রেফারি নিয়ে বাজে মন্তব্য করার জের ধরে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।
গত ৬ মার্চ চলতি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে নিজেদের মাঠে ম্যানইউর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় নেইমারের ক্লাব পিএসজিকে। ওই ম্যাচেই রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন নেইমার এবং প্রকাশ্যে বাজে মন্তব্য করেন। সে কারণেই উয়েফা এমন শাস্তি দিল তাকে।
বিডি প্রতিদিন/কালাম