বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমান। তিনি কিছুদিন আগে বিয়ে করেছেন। এদিকে কাটার মাস্টারের স্ত্রী সাদিয়া পারভীন শিমু সম্পর্কে জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। তখন স্ত্রীর প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে অন্য বিষয়ে প্রশ্ন করতে বলেন মুস্তাফিজ।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এক ক্রীড়া প্রতিবেদক গিয়েছিলেন মুস্তাফিজের সঙ্গে কথা বলতে। তখন স্ত্রীর প্রসঙ্গটি বাদ দিয়ে অন্য বিষয়ে প্রশ্ন করতে বলেন মুস্তাফিজ।
স্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে ওই সাংবাদিক বলেন, ‘ফিজ (মুস্তাফিজের ডাকনাম) ভাই, সবসময় তো খেলেন সবার জন্য। এবার তো দেখার মানুষ (স্ত্রী) আছে। তিনিও তো খেলা দেখবেন।’
জবাবে মুস্তাফিজ বলেন, ‘খেলা দেখার মানুষ কী! সবাই তো খেলা দেখবে। সবাই তো আছে। এখন আর কী বলব? কে দেখার মানুষ আছে এক্সট্রা?’
ওই সাংবাদিক আবারও বলতে শুরু করেন, ‘যেহেতু নতুন একটা ইনিংস শুরু করেছেন জীবনের। সামনে যেহেতু বিশ্বকাপও আছে। সবারই চেষ্টা থাকে যে...’
এ সময় সাংবাদিককে থামিয়ে মুস্তাফিজ বলেন, ‘ওসব বাদ দেন। অন্য কী প্রশ্ন করবেন, তাই করেন!’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন