বিশ্বকাপ চলা অবস্থায় ইংল্যান্ডের কেন্ট প্রিমিয়ার লিগে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি খেলবেন কেন্ট প্রিমিয়ার লিগের দল ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবের হয়ে।
ইংল্যান্ডের এই কেন্ট প্রিমিয়ার লিগটি চার মাসব্যাপী হয়। গত মৌসুমেও ঘরোয়া এই টুর্নামেন্টে খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা প্রসঙ্গে আশরাফুল জানান, কেন্ট প্রিমিয়ার লিগে ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলব আমি। এ লিগটি প্রায় সাড়ে চার মাসব্যাপী হয়। আগামী ৪ মে থেকে ওদের ক্রিকেট সিজন শুরু হবে। আশা করছি এই সিজন পুরোটাই খেলতে পারব।
বিডি প্রতিদিন/ফারজানা