ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফের ম্যাচগুলোতে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট আগে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্লে-অফ, ফাইনাল সব ম্যাচই ৮ টার পরিবর্তে ৭ টা ৩০ মিনিট থেকে শুরু হবে।
শনিবার বোর্ডের বৈঠকে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্যের সঙ্গে বোর্ডের কর্মকর্তাদের এই প্রস্তাব নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে। পরে পুরো বিষয়টি মাথায় রেখে প্রস্তাবে সবুজ সংকেতে দেয় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স।
এরপর সম্প্রচার সংস্থার সঙ্গে বৈঠকের মাধ্যমে প্লে-অফ ম্যাচের সম্প্রচারের সময় এগিয়ে আনা নিয়ে সমঝোতা করা হবে।
চলতি বছরের আইপিএলের বেশিরভাগ ম্যাচই শেষ হচ্ছে মধ্যারাতে। আর সুপার ওভার হলে তো পরের দিনে চলে যাচ্ছে। এর ফলে সাধারণ দর্শকদের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে মাঠ ফেরত দর্শকদের যানবাহন পেতেই মাঝরাতে নাজেহাল হাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়। তাই প্লে-অপের ম্যাচের সময় সূচিতে পরিবর্তনের এই সিদ্ধান্ত গ্রহণ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন