ক্লাব ফুটবলে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।
শনিবার সান সিরো স্টেডিয়ামে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা।
এদিন ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোলের রেকর্ড গড়েন পর্তুগিজ এ তারকা। চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে এখন পর্যন্ত ২৭ গোল পেয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা।
প্রতিপক্ষে মাঠে খেলতে নেমে ম্যাচের সপ্তম মিনিটেই গোল খেয়ে বসে জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধে পর্তুগিজ তারকা রোনালদোর গোলে সমতায় ফেরে জুভিরা। ম্যাচের ৬২তম মিনিটে মিরালেম পিয়ানিচের থেকে বল পেয়ে নিচু শটে ইন্টারের জাল কাঁপান ‘সি আর সেভেন’।
এতে তিনি ক্লাব ক্যারিয়ারের ৬০০ গোলের রেকর্ড গড়েন।
অন্যদিকে নিজ দেশের ক্লাব স্পোর্টিং সিপির হয়ে ক্যারিয়ার শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ঘুরে রোনালদো এখন খেলছেন জুভেন্টাসে। এ চার ক্লাবে জার্সিতে তার মোট গোলসংখ্যা ৬০০। সবচেয়ে বেশি ৪৫০ গোল রিয়ালের হয়ে।
এছাড়া স্পোর্টিং সিপির হয়ে ৫, ম্যান ইউর হয়ে ১১৮। জাতীয় দলের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা ৮৫টি। অন্যদিকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ক্লাব ফুটবলে গোলের ৫৯৮টি। সব থেকে মজার বিষয় হলো সবগুলোই গোল পেয়েছেন বার্সেলোনার জার্সিতে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন