নামের প্রতি কোনোভাবেই সুবিচার করতে পারছে না রিয়াল মাদ্রিদ। বারবার ড্র আর হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি। টানা তিন ম্যাচ ড্র-এর পর লা লিগার রবিবারের ম্যাচে প্রতিপক্ষ ভায়েকানোর মাঠে ১-০ গোলে হেরেই গেলো রিয়াল। যা চলতি মৌসুমে তাদের ১০ম হার। করিম বেনজেমার অভাব বেশ ভালভাবেই চোখে পড়ে পুরো ম্যাচে। তার পরিবর্তে নামা গ্যারেথ বেল ও ইস্কোকে পুরো ম্যাচেই তেমন চোখে পড়েনি।
এর আগে, গত ডিসেম্বরে প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ভাইয়েকানোকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল।
রবিবার রাতে পঞ্চম মিনিটে মার্সেলোর ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শট ফেরান ভাইয়েকানোর গোলরক্ষক। এরপর থেকে রিয়ালের রক্ষণের ভীতি ছড়াতে থাকে স্বাগতিকরা। দশম মিনিটে হোসে আনহেল পোসোর শট ফিরিয়ে রিয়ালের ত্রাতা থিবো কোর্তোয়া। আট মিনিট পর পোসোর আরেকটি প্রচেষ্টাও ফেরান বেলজিয়ান এই গোলরক্ষক।
২৩তম মিনিটে সফল স্পট কিকে আদ্রি এমবারবা ভাইয়েকানোকে এগিয়ে নেন। ডি-বক্সে হাভি গেররাকে হেসুস ভাইয়েহো ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অবশ্য ভাইয়েকানোর আক্রমণ ফিরিয়ে প্রতিআক্রমণে রিয়ালের বেল সুযোগ নষ্ট করার পর ভিএআরের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি।
৩৯তম মিনিটে বেলের বাড়ানো বল ধরে মারিয়ানো জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে গোল হয়নি। প্রথমার্ধে সমতায় ফেরা হয়নি রিয়ালেরও।
আগের ম্যাচে গেতাফের সঙ্গে ড্র করে আসা রিয়ালের আক্রমণে দ্বিতীয়ার্ধেও ছিল না প্রত্যাশিত ধার। ৫৬তম মিনিটে বেলের ফ্রি-কিক ফিস্ট করে ফেরান গোলরক্ষক। শেষ দিকে টনি ক্রুসও ফ্রি কিকে রিয়ালকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত গোল। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
৩৫ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৭৪। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা এরই মধ্যে শিরোপা উৎসব সেরে নিয়েছে।
৩৫ ম্যাচে আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৯তম স্থানে রয়েছে ভাইয়েকানো।
বিডি প্রতিদিন/এনায়েত করিম