আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে সহজেই হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিং ও খলিল-রশিদের দুর্দান্ত বোলিং ম্যাচে হায়দ্রাবাদকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।
সোমবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখিতে ম্যাচে ৪৫ রানের বড় জয় পায় হায়দ্রাবাদ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১২ রান করে।
জবাবে ব্যাট করতে নামা পাঞ্জাব পুরো ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি।
ম্যাচে পাঞ্জাবের হয়ে ওপেনার লোকেশ রাহুল ছাড়া আর কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ১৯তম ওভারে খলিল আহমেদের বলে আউট হওয়ার আগে ৫৬ বলে ৭৯ করেন লোকেশ। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা।
দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মায়ানক আগারওয়াল। এছাড়া ২১ রান আসে নিকোলাস পুরানের ব্যাট থেকে। হায়দ্রাবাদ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান রশিদ ও খলিল। পাশাপাশি ২টি উইকেট দখল করেন সন্দীপ শর্মা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ার্নারের ৮১ রানে ভর করে দলীয় দু'শ রানের কোটা পার করে হায়দ্রাবাদ। ৫৬ বলে ৭টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান এই আজি ওপেনার। মনিশ পান্ডের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান।
পাঞ্জাব বোলারদের মধ্যে ২টি করে উইকেট ভাগ করে নেন মোহাম্মদ শামি ও রবীচন্দ্রন আশিন। খেলা শেষে ম্যাচ সেরা নির্বাচিত হন ওয়ার্নার। এ জয়ে লিগে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে হাদ্রাবাদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন