টস জিতে ব্যাটিংয়ে নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করে উইন্ডিজ। কোন ভাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের থামানো যাচ্ছিল না। এরপরই অবশ্য তাদের লাগান টেনে ধরেন বাংলাদেশ দলের বোলার।
ওপেনার সুনীল আমব্রিসকে আউট করে উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন মাশরাফি মর্তুজা। দারুণ ক্যাচ ধরেন সৌম্য সরকার। পরে মেহেদি মিরাজ ফেরান ড্যারেন ব্রাভোকে। মুস্তাফিজ তার দ্বিতীয় ওভারে এসেই ফেরান রোস্টন চেজকে। এরপর থেমে থাকেনি মুস্তাফিজ ফের আঘাত হানে প্রতিপক্ষের শিবিরে। কার্টারকে সাঝঘরে ফেরান ফিজ।
সর্বশেষ খবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে। ঝড়ো শুরু করা আমব্রিস ১৯ বলে ২৩ করে ফিরে যান। স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দেন তিনি। পরে ব্রাভো ফেরেন ৬ রান করে। চেজ খেলেন ১৯ রানের ইনিংস। জনাথন কার্টার ১৪ বলে ৩ রান করে ফেরেন। তবে ওপেনার শাই হোপ ৪০ রান করে ক্রিজে আছেন।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৯/আরাফাত