ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির হাঁকিয়ে মাঠেই সিজদা দিলেন পল স্টারলিং। তার অনবদ্য ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৯৩ রানের বড় লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে আইরিশরা।
ইনিংসের ৪২তম ওভারে সাইফউদ্দিনের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন পল স্টারলিং।১২৭তম বলে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন আয়ারল্যান্ডের এই ওপেনার। এর আগে পাকিস্তান, আফগানিস্তান, নেদারল্যান্ডস, কানাডা ও আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করেন পল স্টারলিং।
টুর্নামেন্টে দুই দলের প্রথম ম্যাচটি ভেসে গিয়েছে বৃষ্টিতে। পরিত্যক্ত হওয়া সে ম্যাচ থেকে পাওয়া দুই পয়েন্টই আপাতত স্বাগতিকদের সম্বল। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে আইরিশরা।
অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে না পারলেও ক্যারিবীয়দেরকে দুই ম্যাচেই হারিয়েছে টাইগাররা। ৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন