ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ব্রিস্টলে ১৩১ বলে ১৫১ রান করেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। এই ইনিংস দিয়ে ইংল্যান্ডের মাটিতে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৫০ বা তার বেশি রান করার নজির গড়েন ইমাম।
২৩ বছর ১৫৩ দিন বয়সে এই রেকর্ড গড়লেন ইমাম। এতদিন এই রেকর্ড ছিল কপিল দেবের দখলে। ১৯৮৩ সালে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক কপিল দেব। তখন কপিল দেবের বয়স ছিল ২৪ বছর। 
  
৩৬ বছর পর কপিল দেবের রেকর্ড ভেঙে  ইংল্যান্ডের মাটিতে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৫০ রানে করলেন পাকিস্তানের ইমাম-উল-হক।
  
বিডি-প্রতিদিন/তাফসীর
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        