২১ মে, ২০১৯ ০৯:৩৮

জুভেন্টাসের কোচ হচ্ছেন মরিনহো?

অনলাইন ডেস্ক

জুভেন্টাসের কোচ হচ্ছেন মরিনহো?

জুভেন্টাসের ম্যানেজার হিসেবে ঘরের মাঠে মাসিমিলিয়ানো আলেগ্রির শেষ ম্যাচের রাতেই আলোচনার কেন্দ্রে হোসে মরিনহো! ইতালির সংবাদমাধ্যমের দাবি, ক্রিশ্চিয়ানো রোনালদোই নাকি তাঁকে চাইছেন।

সিরি'আ চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছিল জুভেন্টাস। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকভাবে রোনালদোর হাতে ট্রফি তুলে দেওয়া। পরে রবিবার রাতে সেরা ফুটবলারের ট্রফি হাতে ছবি পোস্ট করে রোনালদো টুইট করেন, ‘‘ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে চ্যাম্পিয়ন। এই তিন দেশে সেরা ফুটবলারও। স্বপ্নটা প্রতিদিন যখন বেঁচে থাকে লক্ষ্যপূরণের কোন শেষ হয় না।’’

এদিকে, রবিবার রাতে ঘরের মাঠে আটলান্টা বিরুদ্ধে ম্যাচ শেষে ফুটবলারেরা আবেগপ্রবণ হয়ে পড়েন আলেগ্রিকে বিদায় জানানোর সময়। ম্যাচ শুরু হওয়ার আগে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় তাঁকে। ম্যাচের পরে আলেগ্রিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন আন্দ্রেয়া বারজাগালি। সাংবাদিক বৈঠকে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি জুভেন্টাস ম্যানেজারও। টানা পাঁচ বার জুভেন্টাসকে সিরি'আ চ্যাম্পিয়ন করা আলেগ্রি বলেছেন, ‘‘ফুটবলকে আমি বিদায় জানাচ্ছি না। সাময়িক অবসর নিচ্ছি।’’ 

জুভেন্টাস কর্তৃপক্ষ যে তাঁকে রাখবে না, তা নাকি আগেই জানতেন আলেগ্রি। তিনি বলছেন, ‘‘গত বৃহস্পতিবার বৈঠকের পরেই আমি জেনে গিয়েছিলাম, পরের মৌসুমে জুভেন্টাসে আমি থাকব না। আমাকে তা বলা হয়নি।’’ 

তিনি যোগ করেছেন, ‘‘জুভেন্টাস প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। ম্যানেজার হিসেবে এখানেই থাকার কথা ছিল। কিন্তু ছয় সপ্তাহে অনেক কিছু বদলে গিয়েছে। আমি না থাকলেই মনে হয় জুভেন্টাসের ভাল হবে।’’

পরের মৌসুমের আলেগ্রি কোথায় কোচিং করাবেন, তার চেয়েও বেশি জল্পনা জুভেন্টাসের নতুন ম্যানেজার কে হবেন, তা নিয়ে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম প্রথমে দাবি করেছিল, আন্তোনিয়ো কন্তে দায়িত্ব নিতে পারেন ইতালির সফলতম ক্লাবের। কিন্তু রোনালদো নাকি রাজি নন। এই পরিস্থিতিতে মরিনহোকে নিয়ে ইতালির সংবাদমাধ্যমের দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর