২৬ মে, ২০১৯ ০৯:৫৭

বল বিকৃতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইংলিশ স্পিনার

অনলাইন ডেস্ক

বল বিকৃতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইংলিশ স্পিনার

ফাইল ছবি

বল বিকৃতি কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন ইংল্যান্ডের সাবেক অফস্পিনার মন্টি পানেসার। তার আত্মজীবনী ‘‌দ্য ফুল মন্টি’‌-তে তিনি জানান, খেলা চলাকালীন প্যান্টের পকেটে তিনি সানস্ক্রিন, কয়েন রাখতেন। বল পুরানো হয়ে গেলে রিভার্স সুইংয়ের জন্য ব্যবহার করা হত সানস্ক্রিন ও কয়েন। 

মন্টি তার আত্মজীবনীতে বলেছেন, ‘‌আইন ভাঙছি কিনা তা নির্ভর করে কীভাবে তার ব্যবহার হয় তার উপর। আমরা দেখেছিলাম বল পুরানো হলে সানস্ক্রিন লাগিয়ে কয়েন দিয়ে ঘষলে তা রিভার্স সুইংয়ের উপযোগী হয়। আমি বেশ কয়েকবার এই কাজটা করেছি।’‌ 

এরপরই মন্টি বলেন, ‘‌রিভার্স সুইংয়ের জন্যই বলের অবস্থা পরিবর্তন করতে হত। আমি যখন ইংল্যান্ড দলে আসি। আমার কাজ ছিল পেসারদের জন্য বল প্রস্তুত রাখা। সতীর্থরা আমাকে বলত, আমাদের সঙ্গে বল করতে হলে তোমাকে কিন্তু বলটা তৈরি করে দিতে হবে। এমনকি জেমস অ্যান্ডারসন বলেছিল, আমি চাই তুমি বলটাকে শুষ্ক করে দাও।’‌ 

২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে পানেসার ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট খেলেছেন। পানেসারের অবশ্য দাবি, তারা ক্রিকেটের নিয়মের মধ্যে থেকেই এটা করেছেন। বল বিকৃতি কাণ্ডের জন্য একবছর নির্বাসিত করা হয়েছিল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। তারা নির্বাসন কাটিয়ে মাঠে ফিরতেই মন্টি পানেসার এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে বসলেন। 


বিডি-প্রতিদিন/তাফসীর

সর্বশেষ খবর