সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকপের চলতি আসর থেকে ছিটকে পড়েছে ভারত। তবে পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে ছিলেন টিম ইন্ডিয়ার সেরা পেসার জশপ্রীত বুমরাহ। ৯ ম্যাচে তার ঝুলিতে এসেছে ১৮ উইকেট। সাফল্য পেয়েও ভারতকে না জেতানোর আফসোসটা তাই একটু বেশিই পোড়াচ্ছে বুমরাহকে।
বৃহস্পতিবারই বুমরাহ টুইট করে তার হতাশার কথা জানিয়েছিলেন। যেখানে তিনি দল, সাপোর্ট স্টাফ, পরিবার ও যারা দূর থেকে খেলা দেখতে পৌঁছেছিলেন এবং ভারতের সমর্থকদের জন্য বার্তা দিয়েছেন।
বুমরাহ টুইটে লেখেন, ‘‘আমার দলের সব সদস্যদের, কোচদের, সাপোর্ট স্টাফদের, আমাদের পরিবার আর সব থেকে গুরুত্বপূর্ণ সমর্থকদের অনেক ধন্যবাদ। আমরা আমাদের পক্ষে যা সম্ভব ছিল দিয়েছি!
রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ