বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে পড়েছে ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন টিম ইন্ডিয়া। ম্যানচেস্টারে হারের পরে হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পান্থের ভুল শট নির্বাচন নিয়ে প্রশ্ন উড়ে এসেছিল। সোশ্যাল মিডিয়াতেও পন্থের শট নিয়েই চর্চা। এবার ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন সরাসরি আক্রমণ করলেন পান্থকে।
টুইটারে পান্থের সমালোচনা করে পিটারসেন লেখেন, ‘‘কতবার এভাবে ঋষভ পন্থকে আউট হতে দেখব? এই কারণেই হয়তো ওকে প্রথমে দলে নেওয়া হয়নি। শোচনীয় শট।’’
পিটারসেনের আক্রমণ থেকে পান্থকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন যুবরাজ সিং। যুবি পিটারসেনকে বললেন, ‘‘পান্থ মাত্র আটটা ওয়ানডে খেলেছে। এটা ওর দোষ নয়। ভুল করতে করতেই শিখবে। একে শোচনীয় বলা ঠিক নয়। যাই হোক, আমরা সবাই নিজেদের মতামত শেয়ার করতে পারি।’’
যুবরাজের জবাব শোনার পরে পিটারসেন জানান, হতাশার থেকেই তিনি পান্থকে কঠিন কথা বলে ফেলেছেন। পান্থ দ্রুত ভুল থেকে শিক্ষা নিন, সেটাই চান পিটারেসন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ