কয়েক দিন ধরেই চলছিল রবীন্দ্র জাদেজা ও সঞ্জয় মাঞ্জেরকারের মধ্যে টুইট যুদ্ধ। তাতে কাল যোগ দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। টুইটারে ভনকে ব্লক করে দেন সঞ্জয়। তবে যাকে ঘিরে বিতর্ক, সেই জাদেজাই ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বুঝিয়ে দিয়েছেন, কেন তাকে ভারতীয় দলে রাখা হয়েছে। ব্যাট, বল এবং ফিল্ডিং ক্রিকেটের তিন বিভাগেই সেমিফাইনালে তিনি ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের। একা হাতে ম্যাচ প্রায় জিতিয়ে দিচ্ছিলেন। যদিও শেষ রক্ষা করতে পারেননি।
কিউই বোলারদের বিপক্ষে অর্ধশতরানে পৌঁছান তিনি। তারপরেই কমেন্ট্রি বক্সের দিকে লক্ষ্য করে তার সেই তরোয়াল চালানোর ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন। সেই দৃশ্য দেখেই আইসিসি'র এক সাক্ষাৎকারে মাঞ্জেরকার বলেন, "ক্ষমা করুন আমি ওখানে ছিলাম না। জাদেজা আমাকেই খুঁজছিল। কিন্তু আমি ছিলাম না ওখানে।" তবে তিনি প্রশংসাও করেন ভারতীয় অলরাউন্ডারের। এত দিন যাকে সাধারণ মানের খেলোয়াড় বলছিলেন, তাকেই এ দিন 'ব্রিলিয়ান্ট' বললেন। মেনে নিলেন যে তাকে ভুল প্রমাণ করেছেন জাদেজা।
ভারত ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। জাদেজার লড়াই কাজে আসেনি। ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ