ফাইনালে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন ওপেনের নারী এককে প্রথম রোমানিয়ান হিসেবে শিরোপা জিতে ইতিহাস গড়েছেন সিমোনা হালেপ। অন্যদিকে, গত ১২ মাসের মধ্যে এটি ছিল তৃতীয়বার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে সেরানার হার। খরব বিবিসির।
শনিবার ফাইনালে টুর্নামেন্টের ৭ বারের চ্যাম্পিয়ন ও ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী সেরেনা উইলিয়ামসকে হারাতে হালেপ সময় নেন মাত্র ৫৬ মিনিট। ৬-২ ও ৬-২ সেটে পরাজিত করেন তিনি। রুমানিয়ান তারকার এটি দ্বিতীয় শিরোপা। এর আগে, গত বছর ফ্রেন্স ওপেনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন হালেপ।
বিডি-প্রতিদিন/মাহবুব